বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন।

দেশটির পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৬ মে) দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ হামলায় নাশিদের একজন দেহরক্ষীকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

টুইটারে এক বিবৃতিতে তিনি বলেন, এ জাতীয় কাপুরুষোচিত আক্রমণকারীদের আমাদের সমাজে স্থান নেই। প্রার্থনা করি নাশিদ এবং এই হামলায় আহত অন্যরা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়।

দেশটির ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানিয়েছে, এই বিস্ফোরণটি ঘটে যখন নাশিদ (৫৩) রাজধানী মালেতে তাঁর গাড়িতে উঠছিলেন তখন।

ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে চলাচলে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে।

এক টুইট বার্তায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোহাম্মদ নাশিদের সুস্থতা কামনার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নয়াদিল্লি মালদ্বীপের পাশে থাকবেন বলেও জানান তিনি।