ডুবে যাওয়া সেই সাবমেরিনের কেউ বেঁচে নেই

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ডুবে যাওয়া সেই সাবমেরিনের ৫৩ আরোহীর কেউ বেঁচে নেই।

রোববার (২৫ এপ্রিল) দেশটির সামরিক কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি জাহজানটো এতথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ উইদো মারগোনো জানান, সিঙ্গাপুরের পাঠানো একটি উদ্ধারকারী যান পানির ২ হাজার ৬০০ ফুট নিচে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি তুলতে সক্ষম হয়েছে। এটি তিন টুকরা হয়ে ভেঙে গেছে।

তিনি বলেন, সেই প্রমাণের ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, নাংগালা সাবমেরিন ডুবে গেছে এবং এর ৫৩ জন ক্রুর সবাই মারা গেছেন।

কেআরআই নাংগালা-৪০২ নামে সাবমেরিনটি জার্মানির তৈরি বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে অন্তত ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।