করোনাভাইরাসে আক্রান্ত মনমোহন সিং

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ৮৮ বছর বয়সী এই কংগ্রেস নেতা দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আজ সকালে মনমোহন সিংয়ের হালকা জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান। পরে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন।

ভারতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুতে। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরই ভারতের অবস্থান। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ৬২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ৭৯০ জন।

রাহুল গান্ধী এক টুইটবার্তায় মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এই কঠিন সময়ে আপনার দিকনির্দেশনা এবং পরামর্শ খুবই দরকার।