আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় একই পরিবারের ৮ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্ব নানগারহার প্রদেশের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় একই পরিবারের আটজন সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

নানগারহার প্রদেশের গভর্নর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো ভাই মারা গেছেন।

আমারখিল এএফপিকে বলেন, ঘটনাটি তদন্তাধীন, তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে।

নানগারহার পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিশ্বের অন্য সব মুসলিম দেশের মতো আফগানিস্তানেও এখন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে। রোজা রাখার পর প্রতি রাতে তারাবিহ নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে জড়ো হন।

প্রতিশোধমূলক হত্যাকাণ্ড আফগানিস্তানে প্রায়ই ঘটে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে পরিবারগুলো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

গত এপ্রিলে একই প্রদেশে বিতর্কিত জমি নিয়ে সশস্ত্র হামলায় কমপক্ষে ৬ জন উপজাতি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছিল। এ লড়াই বেশ কয়েকদিন ধরে চলেছিল।

নানগারহার প্রদেশে তালেবান ও আইএসআইএল (আইএসআইএস) গ্রুপের শক্ত ঘাঁটি। সমভূমি সমৃদ্ধ এ প্রদেশটি আফগানিস্তানের কৃষিক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ।