ভারতে করোনা শনাক্তে রেকর্ড, মৃত্যু ৮৩৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।

রোববার (১১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। যার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৮৭ জন।

এই মুহূর্তে মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাটে হু হু করে বাড়ছে করোনা। ভোটমুখী পশ্চিমবঙ্গের করোনা গ্রাফও ঊর্ধ্বমুখী।

এদিকে আজ দেশজুড়ে টিকা উৎসবের সূচনা হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা রোধে টিকাকরণে ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন। এদিন জোরকদমে শুরু হয়ে গিয়েছে মোদি ঘোষিত টিকা উৎসব।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, আজ থেকে জ্যোতিবা ফুলে জয়ন্তী থেকেই দেশে টিকা উৎসব শুরু হল। বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী (১৪ এপ্রিল) পর্যন্ত এই উৎসব চলবে। করোনার বিরুদ্ধে এটি আমাদের দ্বিতীয় যুদ্ধ। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখুন। সমাজকে পরিচ্ছন্ন রাখুন।

গত কয়েকদিন ধরেই দেশটিতে একের পর এক সংক্রমণের রেকর্ড হয়েছে। টানা পাঁচদিন ধরেই সংক্রমণ এক লাখের বেশি লক্ষ্য করা যাচ্ছে। একদিন আগেই সংক্রমণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৮৪। একদিনের ব্যবধানেই সংক্রমণ বেড়েছে ৫ শতাংশ।

সংক্রমণ বাড়তে থাকায় অনেক রাজ্যেই রাত্রীকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পুরো দেশের মধ্যে ৫১ দশমিক ২৩ শতাংশ সংক্রমণই মহারাষ্ট্রে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ইঙ্গিত দিয়েছেন যে, সেখানে হয়তো লকডাউন জারি করা হতে পারে।