১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমারের সেনা সরকার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মিয়ানমারের সামরিক বাহিনীর এক সহযোগীকে হত্যার দায়ে ১৯ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকার।

শুক্রবার সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত মাওয়াদ্দি টিভিতে প্রচারিত খবরে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে ফেব্রুয়ারির ১ তারিখ মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটায়। তখন থেকে প্রতিদিনই মিয়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৬০০ জনের ওপর নিহত হয়েছেন।

চলমান বিক্ষোভের মধ্যে ২৭ মার্চ ইয়াঙ্গুনের উত্তর ওক্কালাপা জেলায় সেনাবাহিনীর একজন সহযোগীর মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষোভকারীদের দায়ী করে সেনা সরকার। ঘটনার পরই ওই জেলায় সামরিক আইন জারি করে সামরিক আদালত পরিচালনা করা হয়। শুক্রবার সেই আদালতেই ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের মধ্যে ১৭ জন বর্তমানে পলাতক রয়েছেন।

এদিকে থাইল্যান্ডভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিসট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স-এর (এএপিপি) হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মিয়ানমারে নিহত হয়েছেন ৬১৮ জন। সামরিক জান্তার বন্দিশিবিরে আটক আছে ২ হাজার ৯৩১ জন।