ভারতে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তে রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে করোনা শনাক্তে প্রতিদিনই রেকর্ড গড়ছে। দেশটি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে । রেকর্ড মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে ৭৮০ জন মারা গেছেন মহামারিতে। গত পাঁচ মাসের মধ্যে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

শুক্রবার (৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এই সংখ্যাটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।

এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৮৯৯ জন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। দেশবাসীকে করোনা বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশটিতে মোট টিকা পেয়েছেন ৯ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ২৬২ জন। রাজ্যগুলোর মধ্যে শুধু মহারাষ্ট্রেই প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশের অবস্থাও উদ্বেগজনক।