মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশি আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাস করার জন্য বৈধ কাগজপত্র না থাকার কারণে রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশিসহ মোট ২৬৯ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।

স্থানীয় সময় বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে ১৯১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ৫৭ জন , মিয়ানমারের ১৯ জন এবং ভিয়েতনামের ২ জন রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ বিষয়টি নিশ্চিত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানের সময় দেশটির অভিবাসন পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের অন্তত ১২০ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।

জানা যায়, দেশটির অভিবাসন আইন- ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।