ভারতে এক দিনে করোনা শনাক্তে রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে করোনার সংক্রমণ প্রতিদিনই বেড়েই চলছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত এক লাখ তিন হাজার ৫৫৮ জন শনাক্ত হয়েছিল।

বুধবার (০৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ২৮ লাখ এক হাজার ৭৮৫ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩০ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ১৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯ হাজার ৮৫৬ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১৭ লাখ ৯২ হাজার ১৩৫ জন।

মাত্র দুই মাসের ব্যবধানে দেশটিতে করোনার সংক্রমণ ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে টিকা অভিযান সম্প্রসারণের জন্য ভারত সরকারের ওপর চাপ বাড়ছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এক টুইটবার্তায় বলেন, মহামারিটি শেষ নয় এবং আত্মতৃপ্তির কোনও সুযোগ নেই। তাই জনগণকে ভ্যাকসিন নেওয়া আহ্বান জানান।

তবে অনেক রাজ্য ফেডারেল সরকারের সমালোচনা করেছে। কারণ বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত তার টিকাদান অভিযানকে সম্মুখ-লাইনের কর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে বলে।