সিকিমে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তেতুঁলিয়া সীমান্তের নিকটবর্তী ভারতের সিকিমে ও ভুটানের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে করে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সোমবার (০৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প।

বিজ্ঞাপন

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল সিকিমের গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সিকিম ছাড়াও আসাম, উত্তরবঙ্গ ও বিহারে কম্পন অনুভূত হয়েছে।