কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী কোলেস মারা গেছেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধী দলীয় প্রার্থী গাই ব্রাইস পারফাইট কোলেস (৬১) মারা গেছেন।

রোববার (২১ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

রোববার (২১ মার্চ) দেশটির নির্বাচনের প্রাক্কালে করোনা আক্রান্ত কোলেসকে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ মার্চ) তাকে ফ্রান্সে নেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তার মুখপাত্র।

মুখপাত্র জাস্টিন এনজোলোফাউয়া মৃত্যুর সঠিক কারণ জানাতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, কোলেসকে উন্নত চিকিৎসার জন্য ফ্রান্সে নেওয়ার সময় মারা যান।

শনিবার (২০ মার্চ) রাতে কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী কোলেস হাসপাতালের বিছানা থেকে একটি ভিডিও প্রকাশ করেন।

যেখানে তাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেছে এবং তার মুখের পাশে অক্সিজেনের মুখোশ ছিল। তিনি বলেছিলেন, আমি মৃত্যুর বিরুদ্ধে লড়াই করছি, তবে কঙ্গোলিয়াকে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

কঙ্গোর সাবেক প্রধানমন্ত্রী বার্নার্ড কোলাসের পুত্র  গাই ব্রাইস পারফাইট কোলেস ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় হয়েছিলেন। তাকে প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নাগেসোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।