নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির সরকার এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সাপ্তাহিক বাজার থেকে ফিরে আসা কাফেলাকে আটকে রেখে এবং পাশের একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৫৮ জনকে হত্যা করেছে।

সোমবারের (১৫ মার্চ) এই হামলাগুলি টিলাবেরি নাইজার, বুর্কিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্তবর্তী অঞ্চলে ঘটে। যেখানে আইএসআইএল (আইএসআইএস) এবং আল কায়েদার সংযোগ স্থল। এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলি কয়েকদিন পরপরই মারাত্মক হামলা করতে দেখা যায়।

এঘটনায় নাইজার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।