ভারতের মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৪০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস খালে পড়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির রাজ্য সরকার দুর্ঘটনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শারদা খালে পড়ার আগে ব্রিজের সীমানায় ধাক্কা দেয়। চালকসহ সাত যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, যা ঘটেছে তা সত্যিই খুব দুঃখজনক। উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পানিসম্পদ মন্ত্রী তুলসিরাম সিলাওয়াত এবং পঞ্চায়েতের এমওএস রামখেলাওয়ান ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পুরো রাজ্য ক্ষতিগ্রস্তদের পাশে আছে।