প্রতিবেশি বন্ধু রাষ্ট্রের সেনাবাহিনীকে ভ্যাকসিন দেবে ভারত

  করোনা টিকা
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রতিবেশি বন্ধু রাষ্ট্রগুলির সেনাবাহিনীকে কোভিড-১৯ ভ্যাকসিন দিবে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও ভূটান ও নেপালের সেনাবাহিনীকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে এই ভ্যাকসিন দেওয়া বলে জানিয়েছে দিল্লির প্রভাশালী ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’।

বিজ্ঞাপন

ভারতের বিদেশ মন্ত্রণালয় শনিবার ভ্যাকসিন প্রদানের বিষয়টি অনুমোদন দিয়েছে। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুই ধরনের ভ্যাকসিন থাকবে এ তালিকায়।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফোন কলের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কানাডাকে ৫ লাখ ভ্যাকসিন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।