মিয়ানমার নিয়ে গভীর উদ্বেগ ভারতের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।

সোমবার (০১ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, তারা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ দেশটির সেনা সামরিক অভ্যুত্থান চালিয়েছিল এবং ঘোষণা করেছে তারা জরুরি অবস্থার অধীনে এক বছরের জন্য এই দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। অং সান সু চি সহ দেশটির শীর্ষ নেতৃত্বকেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

‘আমরা গভীর উদ্বেগের সাথে মিয়ানমারের পরিস্থিতি লক্ষ্য করছি। মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে ভারত সর্বদা তার সমর্থনে অবিচল । আমরা বিশ্বাস করি যে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বহাল থাকবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।