করোনার টিকা রফতানিতে কড়াকড়ি আরোপ করছে ইইউ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে যে পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল তাতে কাটছাঁট করা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে বিরোধের জেরে ইইউ এমন মনোভাব প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ইইউ বলে জানিয়েছে ইইউ এর স্বাস্থ্যবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকাইডস।

গত সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা ইইউকে জানিয়েছে, উৎপাদন সমস্যার কারণে পরিকল্পনা অনুযায়ী টিকা সরবরাহ করতে পারছে না তারা। ধীরগতিতে টিকা সরবরাহ করায় সমালোচনার মুখে পড়েছে ইইউ। সদস্য সব দেশের জন্য টিকা কিনেছে সংস্থাটি।

ফাইজার-বায়োএনটেকের টিকা সরবরাহেও ঘাটতি তৈরি হওয়ায় ইইউয়ের কিছু সদস্য দেশে টিকাদান কর্মসূচির গতি কমে গেছে, এই কারণে কিছু দেশ আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের এমন মন্তব্যের জেরে যুক্তরাজ্যের ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ী মঙ্গলবার (২৬ জানুয়ারি) বলেছেন, আমি নিশ্চিত যে অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার-বায়োএনটেক উভয়ই আমাদের প্রয়োজনীয় পরিমাণ টিকা সরবরাহ করবে।