কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির করণে ভারতের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে মিলিটারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়া জেলায়  জরুরী অবতরেণের সময় এ ‍ুদুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে উড়ে আসছিল হেলিকপ্টার ‘ধ্রুব’। এ সময় কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পতিত হয় এটি। হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন। প্রযুক্তিগত ত্রুটির কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, ভারতের প্রজাতন্ত্র দিবসের পূর্বে এই দুর্ঘটনার খবরে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত।