ভ্যাকসিন গ্রহণকারীরাও ছড়াতে পারে করোনা!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম সতর্ক দিয়ে বলেছেন, যারা করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন তারা এখনও অন্যের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে। তাই ভ্যাকসিন গ্রহণকারীদের লকডাউন বিধি মেনে চলা উচিত।

রোববার (২৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে জোনাথন ভ্যান-ট্যাম বলেন, টিকা নেওয়ার পর করোনা ছড়ানোর প্রভাব কী হতে পারে, বিজ্ঞানীরা এখনো তা জানেন না।

তিনি বলেন, টিকা আশা জাগালেও সংক্রমণের হার কমতে আরও সময় লাগবে।

করোনা প্রতিরোধে ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন এখনও পর্যন্ত যুক্তরাজ্যে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়নি সকলকে।

জোনাথন ভ্যান-ট্যাম আরও বলেন, কোনও ভ্যাকসিন এখনও ১০০% কার্যকর হয়নি, সুতরাং এর কোনও গ্যারান্টিযুক্ত সুরক্ষা নেই।

ভ্যাকসিন নেওয়ার পরেও দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাইরাস দ্বারা সংক্রমণ হওয়া সম্ভব। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের মধ্যে সম্পূর্ণরূপে করোনা প্রতিরোধের প্রতিক্রিয়া দেখা দেওয়ার জন্য কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।