মাদ্রিদে ভবন বিস্ফোরণে নিহত ২, আহত বেশ কয়েকজন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি ভবনে হঠাৎ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২০ জানুয়ারি) ক্যাথলিক চার্চের অন্তর্গত মধ্য মাদ্রিদের একটি ভবনে হঠাৎ বিস্ফোরণে এঘটনা ঘটে বলে জানিয়েছে মাদ্রিদের মেয়র জোসে লুইস মার্টিনেজ।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে বিস্ফোরণটি গ্যাসের লিকেজ থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ধসে পড়া বিল্ডিংয়ের বাইরে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং উদ্ধারকর্মীরা কাছের নার্সিংহোম থেকে বয়স্কদের সরিয়ে নিয়েছে।

চার্চের একজন কর্মকর্তা জানিয়েছেন, একজন গির্জার স্বেচ্ছাসেবক নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, ভবনটি পুরোহিতদের আবাসস্থল এবং এখান থেকে গৃহহীনদের খাবারও দেওয়া হতো।