ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৮০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইথিওপিয়ার মানবাধিকার কমিশনের মুখপাত্র ও সিনিয়র উপদেষ্টা অ্যারন মাশো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ইথিওপিয়ার বনিশানুল-গুমুজ অঞ্চলে ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৭টার মধ্যে এই গণহত্যার ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি ৮০ জনেরও বেশি লোক মারা গিয়েছেন যাদের বয়স ২ থেকে ৪৫ বছরের মধ্যে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি। অ্যারন মাশো আরও বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি যে হামলাকারীদের কর্তৃপক্ষ এখনও গ্রেফতার করেনি।

বেনিশানুল-গুমুজ-এর মেতেকেল জোনে ডালেটি নামে একটি এলাকায় এই হামলা হয়েছিল, সাম্প্রতিক মাসগুলিতে পুনরাবৃত্ত সহিংসতায় জর্জরিত হয়ে শতাধিক মানুষ মারা গেছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর এক হামলায় প্রায় ২০৭ জন মারা গিয়েছিল।

মাশোর ভাষ্যমতে, মেটেকেল সংঘাতের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে।