দিল্লিতে মাস্ক না পরলে ২ হাজার রুপি জরিমানা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

করোনাভাইরাসের বিস্তার রোধে দিল্লিতে মাস্ক না পরলে দুই হাজার রুপি জরিমানা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে মাস্ক না পরলে জরিমানা ৫০০ রুটি জরিমানার কথা ঘোষণা করা হয়েছিল। এখন তা বাড়িয়ে চারগুণ করার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

রাজ্য সরকার আগে বিয়ের অনুষ্ঠানে ২০০ জন অতিথিকে অনুমোদন দিয়েছিল, কিন্তু এখন তা কমিয়ে ৫০ করা হয়েছে। পুরোপুরি লকডাউন না করে কেজরিওয়াল সব বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বুধবার দিল্লিতে দৈনিক সংক্রমণ ৭ হাজার ৪৮৬-তে পৌঁছেছে। ওই দিন ১৩১ জনের মত্যু হয়েছে, যা রেকর্ড। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি। আর মৃতের সংখ্যা ৭ হাজার ৯৪৩।