ইতালিতে ৪৮ হাজার করোনা রোগী সুস্থ হলেন

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপে ইতালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৮১ হাজার ২২৮জন। তবে ৪৮ হাজারের বেশি করোনা রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৫৬ জন।

বিজ্ঞাপন

এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮২২ জন। এখন পর্যন্ত ইতালিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৮৭৭ জন করোনা রোগী।

তিনি জানান, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। মৃতের হারও আগের চেয়ে কম। করোনা ঠেকাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বোরেল্লি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে ।

দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া অর্থনৈতিক জীবন সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।