ব্রুনাইতে বাংলাদেশির কারাদণ্ড

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাউথ-ইস্ট এশিয়া (ব্যাংকক, থাইল্যান্ড)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে একজন প্রবাসী বাংলাদেশিকে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এবং আজীবনের জন্য তার লাইসেন্স বাতিল করেছে ব্রুনাইয়ের আদালত।

হেলাল (৪১) নামে ওই ব্যক্তির বিপদজনক গাড়ি চালানোর কারনে ২০২১ সালে একজনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিচারক হাজাহ নরমাজদিনা বিনতি হাজী মোহাম্মদ মাসকুব গত ২২ জানুয়ারি এই কারাদণ্ড প্রদান করেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর এমিলি গোহ আদালতে জানান, টুটংয়ের কিউডাংয়ের জালান পাদনুকোকে ২০২১ সালের ৩০ মার্চ সকাল সাড়ে আটটায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। হেলাল সেই সময়ে একটি কোম্পানিতে চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি লামুনিনের একটি প্রকল্প সাইটে পাঁচজন যাত্রী নিয়ে একটি গাড়ি চালাচ্ছিলেন। 

এমিলি গোহ জানান, এক লেনের ক্যারেজওয়েতে সুঙ্গাই সিমুট ব্রিজের কাছে চারটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করার সময়, হেলালের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বিপরীত গাড়ির ৭৪ বছর বয়সী চালক গুরুতর আহত হয়। তাকে পেঙ্গিরান মুদা মাহকোটা পেঙ্গিরান মুদা হাজি আল-মুহতাদি বিল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এরপর দীর্ঘ তদন্তে জানা যায়, হেলালের যে বাঁকে ওভারটেকিং করেছিল সেখানে বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকের দৃষ্টি সীমিত থাকে। যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল থাকে। এছাড়াও হেলালের গাড়ির ডান দিকের পিছনের চাকার টায়ার ত্রুটি পূর্ণ ছিল।