করোনায় ওয়াশিংটনে আরও এক বাংলাদেশির মৃত্যু

  • শিব্বীর আহমেদ, উডব্রীজ থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদ উদ্দীন

ফরিদ উদ্দীন

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদ উদ্দীন (৬০) ভার্জিনিয়া উডব্রীজ শহরের বাসিন্দা।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদ উদ্দীনের সন্তান জাহিদ ইসলাম প্রথমে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে বাড়িতে সঙ্গরোধে থাকেন। তার বাবা ফরিদ উদ্দীনও ওই বাসায় থাকতেন। পরে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উডব্রীজস্থ সেন্ট্রা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এ নিয়ে ওয়াশিংটনে করোনাভাইরাসে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন