করোনায় আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ বিশ্বে ৬২তম!

  • সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে চলমান করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে। ভাইরাসটিতে ৬০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

করোনা পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক সংস্থা ওর্য়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে আক্রান্ত সব দেশেই এই ভাইরাস ভয়াবহ অবস্থা ধারণ করেনি।

বিজ্ঞাপন

ওর্য়াল্ডওমিটারের ওয়েব সাইটে আক্রান্ত দেশগুলোর করোনা সর্বশেষ পরিস্থিতি নিয়মিত আপডেট করা হয়। করোনার তথ্য প্রকাশ করতে গিয়ে ওর্য়াল্ডওমিটার আক্রান্ত দেশগুলোর তালিকা ক্রমানুসারে সাজিয়েছে। সে অনুযায়ী ক্রমানুসারে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৬২ তম।

বাংলাদেশসহ মোট ১৮টি দেশে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজারের ঘরে রয়েছে । বাংলাদেশের উপরে ১৬৫২ জন আক্রান্ত ব্যক্তি নিয়ে ৬১তম অবস্থানে রয়েছে হাঙ্গেরি ও বাংলাদেশের নিচে ১৫২৪ জন রোগী নিয়ে ৬৩ তম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।

বিজ্ঞাপন

আর আক্রান্তের সংখ্যায় শীর্ষ ৫ এ অবস্থান করছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

উল্লেখ্য, এখন পর্যন্ত সারাবিশ্বে ২০ লাখ ৯৬ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৫৮৫ জন ও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ২৩ হাজার ৩৪৬ জন।