ইতালিতে করোনা সংক্রমণের হার কমছে

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালিতে করোনা সংক্রমণের হার কমছে, ছবি: সংগৃহীত

ইতালিতে করোনা সংক্রমণের হার কমছে, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন। তবে এই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন। সব মিলিয়ে ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন।

বুধবার (১৫ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৬৪৫ জন এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৬৫ হাজার ১৫৫ জন। সুখবর হচ্ছে দেশটিতে সংক্রমণের হার কমছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে মোট কতজন বাংলাদেশি ইতালিতে আক্রান্ত হয়েছেন, তা জানা না গেলেও ৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি। যদিও বাংলাদেশ দূতাবাস থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখের বেশি মানুষ।