করোনাকালে মানুষের পাশে ওয়াশিংটনের ৩৫তম ফোবানার কর্মকর্তারা

  • ওয়াশিংটন ডিসি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ৩৫তম ফোবানা কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ৩৫তম ফোবানা কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

মানবতার কল্যাণে মানবতার আহ্বানে ‘মানুষের জন্য মানুষ’ এ স্লোগানকে বুকে ধারণ করে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ালেন ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ।

বাংলা ১৪২৭ সালের প্রথম দিন ১৪ এপ্রিল (মঙ্গলবার) দিনভর বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিটির মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরল করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, কো-কনভেনার মজনু মিয়া, সমন্বয়ক আওলাদ হোসেন মামুন, উপদেষ্টা সাদেক এম খান, রেসিপশন কমিটির কো-চেয়ারপার্সন জেবা রাসেল প্রমুখ।

বিজ্ঞাপন

বাংলাদেশি কমিউনিটির বাইরে স্প্যানিশ, চাইনিজ, ইথিওপিয়ানসহ বিভিন্ন কমিউনিটির মানুষ এবং তাদের পরিবারের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মরিচ, করোলা, খেজুর, বুট, মুড়ি উল্লেখযোগ্য। বিভিন্ন কারণে যারা খাদ্যসামগ্রী নিতে বাসা থেকে বের হতে পারেননি, তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

৩৫তম ফোবানা কর্মকর্তাদের দেওয়া খাদ্যসামগ্রী, ছবি: সংগৃহীত

উল্লেখ্য, আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। ‘নতুন প্রজন্মের অঙ্গীকার’ এ স্লোগানে সম্মেলনের ভেন্যুগেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। নয়নাভিরাম পোটম্যাক নদীর তীরে অবস্থিত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪, ৫ (শুক্র, শনি ও রবিবার) তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক, সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনরা অংশ নেবেন। সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সাইন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি-ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন দিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন সাজানোর কাজ এগিয়ে চলেছে। এছাড়াও ৩৫তম ফোবানাকে সামনে রেখে তৈরি করা হচ্ছে ফোবানা থিম সং।

বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ৩৫তম ফোবানা কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

৩৫তম ফোবানা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কনভেনার জি আই রাসেলের সঙ্গে ২০২-৫৭৭-১৪০০ নম্বরে অথবা সদস্য সচিব শিব্বীর আহমেদের সঙ্গে ২০২-৭০৫-৭৯০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।