ইতালিতে বাড়ছে সুস্থতার সংখ্যা, কমেছে মৃত্যু!

  করোনা ভাইরাস
  • ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

কোভিড ১৯ ভাইরাসে বিপর্যস্ত দেশটি দুঃসংবাদের মাঝে এবার ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমছে আর সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন এবং মোট সুস্থতার সংখ্যা ২১ হাজার ৮১৫ জন।

এদিন করোনায় প্রাণ হারিয়েছেন ৫২৫ জন, আর আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৬ জন। যা অন্যান দিনের চেয়ে অনেক কম।

বিজ্ঞাপন

ইতালিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৮৭ ও আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন।

রোববার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লিও তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

করোনার ছোবল থেকে বাঁচতে ও বাঁচাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।