বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ‘Colours of the East’ আর্ট গ্যালারির সহযোগিতায় ‘Glimpses of Bangladesh’ শিরোনামে Seef Mall-এ সাত দিনব্যাপী এই ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাহরাইনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লেখক, ট্যুর অপারেটরস, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বাহরাইনে বসবাসকরত বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিনের বিখ্যাত ছবিসমূহ নিয়ে এ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ইসলাম উদ্বোধনী শেষে আগত অতিথিদের সঙ্গে নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি বলেন, এ ধরনের বাংলাদেশের ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন বাহরাইনে এই প্রথম। বাহরাইনের মাটিতে বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়োজন করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ও বাহরাইনের মাঝে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। পরবর্তীতে বাহরাইনকেও বাংলাদেশের মাটিতে ফটোগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে দু’দেশের মধ্যকার পর্যটন খাতসহ ব্যবসা-বাণিজ্যের অধিকতর প্রাসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ফটোগ্রাফি প্রদর্শনীতে আলোকচিত্রশিল্পী মোস্তাফিজ মামুন ও আব্দুল মমিনের ৭০টি ছবি প্রদর্শিত হয়। এসকল ছবির মাধ্যমে কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ছবিসহ অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠে।

প্রদর্শনীতে এত সুন্দর বাংলাদেশের ছবি দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন এবং এ ধরনের চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ইসলাম এ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ ট্রাভেলস রাইটার্স অ্যাসোসিয়েশন, কালারস অব দ্য ইস্ট আর্ট গ্যালারি, সিফ মল, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, বিয়ন মানি সহ আগত সকল অতিথি ও দর্শনার্থীদের ধন্যবাদ জানান। এ প্রদর্শনী আগামী ১ জুন পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।