ইতালিতে বাংলা স্কুলের বই বিতরণ

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালিতে বাংলা স্কুলের বই বিতরণ

ইতালিতে বাংলা স্কুলের বই বিতরণ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য শিক্ষা খাতকে অগ্রাধিকার প্রদান করেছে বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা শিক্ষা, বাংলা সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাসকে জানতে রোম দূতাবাসের সহায়তায় বিনামূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক শিক্ষাস্তরের নতুন বই বিতরণ করেছে পালেরমো পিয়াচ্ছা নসে বাংলা স্কুল।

স্থানীয় সময় রোববার (৮ মে) বইগুলো বিতরণ করা হয়। নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল আহসান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পালেরমো আওয়ামী লীগ সভাপতি সেকান্দর মিয়া, সিনিয়র সহসভাপতি জাহিদ আহমেদ রুবেল,সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রুহুল আমীন আলম, ইতালি বিএনপির সদস্য খোরশেদ আলম, পালেরমো বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম শিপু, উপদেষ্টা সানি ভূঁইয়া, নাজমুল হুদা তুহিন, স্কুলের শিক্ষিকা নাছিমা আক্তার, শিউলি আক্তার, আক্তারুজ্জামান সেন্টু, মোশাররফ হোসেন, খায়রুল ইসলাম, শেখ আলমগির, আবুল বাশার যুবলীগের সভাপতি এম এ হালিম, শাহিদুল আব্দুল রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসের মাটিতে আমাদের প্রজন্মকে দেশের জন্য যোগ্য দায়িত্বশীল শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম। উপস্থিত সকলে এমন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন