বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন সিনেটর বব মেনেন্ডেজের

  • প্রবাস ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ

মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ

বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন সিনেটর বব মেনেন্ডেজ।

রোববার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কাউন্সিলম্যান ড. নুরুন নবীর আমন্ত্রণে মার্কিন সিনেটর সম্মানে অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্কিন সিনেটর বাংলাদেশের সফলতার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে কাজ করার ক্ষেত্রেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন সিনেটর বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সাফল্যগাঁথা রচিত হয়েছে। গত পঞ্চাশ বছরে বাংলাদেশ উদীয়মান মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অল্প কিছু বছরের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মাইলফলক স্পর্শ করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ পরীক্ষিত ও উৎকৃষ্ট সহযোগী। উগ্রবাদ দমনের ক্ষেত্রেও বাংলাদেশ উত্তম অংশীদার।

তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রতিভাবান মানব সম্পদের প্রশংসা করেন। বৈদেশিক বাজারে গার্মেন্টস পোশাক রফতানিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার কথাও মার্কিন সিনেটর উল্লেখ করেন।

এসময় নিউ জার্সির বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।