মাদ্রিদে গাজীপুর অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

  • কবির আল মাহমুদ, স্পেন
  • |
  • Font increase
  • Font Decrease

মাদ্রিদে গাজীপুর অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মাদ্রিদে গাজীপুর অ্যাসোসিয়েশনের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

স্পেনপ্রবাসী বাংলাদেশিদের আঞ্চলিক সংগঠন গাজীপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ উপলক্ষে দেশটির রাজধানী মাদ্রিদের স্থানীয় দেশ রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রিদে বসবাসরত গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংগঠনের সহ-সভাপতি মামুন হোসাইনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুল হক আলন। সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সভাপতি মোরশেদ আলম তাহের।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক ও প্রথম উপদেষ্টা কাজী দেলোয়ার হোসেন। এছাড়া গাজীপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মালেক মিয়া, সহ-সভাপতি মজিবুর রহমান, মো. আল আমিন, মামুন হোসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল জহির, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, হাসান মাহমুদ বাবু এবং উপদেষ্টা কাজী দেলোয়ার হোসেনের ছেলে কাজী দিহানসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম তাহের সবাইকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে প্রবাসে বেড়ে উঠা নবপ্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমরা পারিনি আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন করতে ৷ এখনো দেশে মানবাধিকার লংঘিত হচ্ছে ৷ মুক্তিযোদ্ধাকে বানানো হয় রাজাকার, আর রাজাকারকে বানানো হয় মুক্তিযোদ্ধা। যেদিন এসব বিষয়ে বিজয় অর্জন করতে পারবো সেদিনই উল্লাস করে বলতে পারবো আমরা স্বাধীন আমরাই বিজয়ী।

সভাপতির বক্তব্যে সৈয়দ আমিনুল হক আলন বলেন, অনেক রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। জাতি পেয়েছে নিজ পতাকা, নিজ ভাষায় কথা বলার ও নিজ ইচ্ছায় বাঁচার অধিকার। তাই সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং বীর শহীদদের এই অবদান কখনো ভোলার মতো নয়।

এদের ঋণ শোধ করা সম্ভব নয়। কিন্তু তাদের রেখে যাওয়া সোনার বাংলাকে সুন্দর করা সম্ভব যদি আমরা সবাই নিজ-নিজ এলাকার উন্নয়নে একজোট হয়ে কাজ করি।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে সব শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।