ইতালিতে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার

  • কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ইতালি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালিতে আগামীকাল বৃহস্পতিবার পালন করা হবে মুসলমানদের সব চেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা হবে। পবিত্র রমজানসহ ঈদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা হয় ইতালিতে।

সেই সাথে সৌদি আরবের সাথে মিল রেখে ১৩ মে (বৃহস্পতিবার)  ইতালিতে উদযাপিত হবে মুসলিম উম্মাহ'র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এদিন ইউরোপ, মধ্যপ্রাচ্য,  আফ্রিকা সহ বেশ কয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।

বিজ্ঞাপন

মহামারী করোনার মধ্যেই আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর করোনা আতংকের মধ্যেই ইতালিতে প্রায় ২৫ লাখ মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ গুলোতে ও  ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ভেনিসের মেসএে, মারঘেরায় মসজিদ  ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

বিজ্ঞাপন

ইতালিতে ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে। স্বাভাবিক হচ্ছে জীবন ও জীবিকা। করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠানই খুলে দেয়া হয়েছে।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস। মহামারী করোনা আতংকের মধ্যে ভিন্ন আঙ্গীকে এবারও ঈদ উদযাপন করবেন ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা। প্রাণঘাতি মহামারী করোনা দুর্যোগ কাটিয়ে সব স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।