ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে ২৬ এপ্রিল

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে ২৬ এপ্রিল

ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে ২৬ এপ্রিল

মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে নিস্তার পাচ্ছে না ইতালি। করোনার থাবায় বিধস্ত ইতালি যেন ঘুরেই দাঁড়াতে পারছে না। কয়েক দফায় দেয়া হয়েছে লকডাউন। জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে ইতালির সব কিছু।

তবে ইতালির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী ২৬ এপ্রিল থেকে ইতালির প্রায় অঞ্চল হলুদ জোনে ফিরে যাবে।

বিজ্ঞাপন

আর ওই দিন (২৬ এপ্রিল) থেকেই  শর্তসাপেক্ষে ইতালির রেস্তোরাঁ ও বারসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।  তবে, ভেতরে নয় খাবার পরিবেশন করতে হবে রেস্টুরেন্টের বাইরে চেয়ার-টেবিলে বসে।

এ ছাড়া আগামী ১ জুন থেকে আর কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না বলে জানান, দেশিটির প্রধানমন্ত্রী মারিও সরকার।

বিজ্ঞাপন

স্থানীয়দের পাশাপাশি ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও।

তবে, ইউরোপের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় ছুটিতে গিয়ে দেশে  আটকেপড়া প্রবাসী শ্রমিকদের অনেকেই চাকরি হারাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।