ইতালীতে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস উদযাপন

  • ইতালি প্রতিনিধি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস উদযাপন। ছবি: সংগৃহীত

নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে সারাবিশ্বের মতো ইতালীতও যথাযোগ্য মর্যাদায় নারী দিবস উদযাপন করেছে ইতালী প্রবাসী নারীরা।

করোনাভাইরাস প্রাদুরভাবের এই সময়ে সল্প সংখ্যক প্রবাসী নারীদের নিয়ে ১০ই মার্চ রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় সুন্দরবন রেস্টুরেন্টে ইতালী প্রবাসী নারীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভার পরিচালনা করেন নারী নেত্রী ও সাংবাদিক মেহেনাস তাব্বাসুম শেলি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী নার্গিস হাওলাদার, সুলতানা নিগার মিতা, ফাতেমা কবির, নাসরিন আক্তার, রওশন আরা, আতশি শাহা, নার্গিস আক্তার, রিমা আক্তার, ফারিয়া আঁখি, সানজিদা বাছের, পরশ মনি, দিনা ইসলাম, শিল্পী চৌধুরী, শম্পা হোসেন, রিনা আক্তার, ফেন্সী আক্তার, সহআরো অনেকেই।

ছবি: বার্তা২৪.কম

সভায় বক্তারা নারীদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা নারীদের সম অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। নারীরা সর্বদায় নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার আহবান জানান। পাশাপাশি তারা আরো বলেন প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি তে অসহায় নারীদের পাশে থাকারও আহ্বান জানান।

বিজ্ঞাপন