ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ইতালির মিলানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ইতালির উদ্যোগে উদযাপিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মিলান সেন্ট্রাল স্টেশনের সামনে অস্থায়ী শহীদ মিনার বেদিতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথার সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপনের পরিচালনায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে মিলান বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর শ্রদ্ধাঞ্জলি বার্তা পড়ে শোনান কনসুলেট অফিস কর্মকর্তা মোক্তার হোসেন। শুরুতেই প্রবাসী বাংলাদেশিদের সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনার বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় দূতাবাসের পক্ষ থেকে এরপর ধারাবাহিকভাবে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।