ইতালিতে করোনায় প্রাণ গেলো কমিউনিটি নেতার

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত কামরুল আহসান মন্টু। ছবি: বার্তা২৪.কম

নিহত কামরুল আহসান মন্টু। ছবি: বার্তা২৪.কম

ইতালিতে করোনায় প্রাণ গেলো বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু। বাংলাদেশে তার গ্রামের বাড়ি বরিশাল জেলায় ।

জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থতাসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ইতালির রোমে স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে ইতালি আওয়ামী লীগ, ইতালিতে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি নেতার মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাউসার ও সাধারণ সম্পাদক কমরেড খোন্দকারসহ কমিউনিটির ব্যক্তিবর্গরা।

বিজ্ঞাপন

ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের কমিউনিটি নেতার মৃত্যুর সংবাদে রোম সহ সমগ্র ইতালির বাংলাদেশ কমিউনিটি এবং ইতালি আওয়ামীলীগের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।