ইতালিতে প্রবাসীদের উন্নয়ন বিষয়ক সেমিনার

  • ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালিতে প্রবাসীদের উন্নয়ন ও সুস্থ ধারার সমাজ গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে বাংলা‌দেশ প্রেসক্লাব ইতা‌লির আয়োজ‌নে "মিট দ্যা কমিউনিটি" শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহিন খলিল কাউসার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনের যৌথ পরিচালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশিদের সাবেক প্রতিনিধি ও সিসিএল এর চেয়ারম্যান ড. মো. মুক্তার হোসেন মার্ক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির।

বিজ্ঞাপন

এছাড়াও সমাজ উন্নয়নমূলক এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, ঢাকা সমিতির সভাপতি আরফান সিকদার, সাধারন সম্পাদক রবিন সিকদার, ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার, সাধারন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক রিমন, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদের তালুকদার প্রমুখ।

সেমিনারে সংগঠনের পক্ষ হতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন, সহ-সভাপতি শফিউল ইমাম শিপন, মহিউদ্দিন, সম্মানিত সদস্য এম কে রহমান লিটন ও সাংবাদিক পলি আক্তার।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক ও আঞ্চলিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।