ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সকাল সাড়ে সাতটায় ঘন কুয়াশা ছেয়ে আছে চারদিক৷ সবুজ ঘাসে শিশির বিন্দু জমা। টিনের চালা থেকে টুপ টুপ করে ঝরছে পানি। বড়ই গাছের পাতাগুলোতে শিশির বিন্দু জমে পানি ঝরছে। হঠাৎ দেখলে মনে হতে পারে পৌষের শীতকাল। বাজার গুলোর মোড়ে মোড়ে শীতকালীন নানান বাহারী রকমের পিঠা বিক্রি করতে বসেছে অনেকেই৷ এরি মধ্য দিয়ে প্রকৃতি তার আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে।

রবিবার ২০ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ-নরসিংদী অঞ্চলে এমনি দৃশ্য দেখতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

শীতকালে গ্রামের প্রকৃতিতে নানা পরিবর্তন আসে। কুয়াশার আধিক্যে গ্রামগুলো যেন অদৃশ্য হয়ে থাকে। কৃষকদের আনাগোনা ফসলের মাঠ। বর্ষা বা শীতকাল কৃষকদের থামিয়ে রাখতে পারেনা৷ নানান রকমের ফুলের সমাহার।

ভৈরব রেল স্টেশনের পথচারী আব্বাস আলী বার্তা ২৪.কম'কে বলেন,' কদিন ধরে কুয়াশা পড়ছে সকালে। মধ্য রাত থেকে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে৷ সকালে হাটতে বের হয়ে দেখি ঘন কুয়াশা ছেয়ে আছে৷'

নরসিংদী রেল স্টেশনের আরেক পথচারী জসিম উদ্দিন বার্তা ২৪.কমকে বলেন,'সপ্তাহ ধরে ভোরে খুব কুয়াশা দেখছি৷ শীতকাল আমার পছন্দের। বিশেষ করে গ্রামে শীতের বৈচিত্র্যময় প্রকৃতির রুপ মুগ্ধ করে।