গাড়ির পর করোনায় ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিতে চান ন্যান্সি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডুপ্লেক্স বাড়ি ও ন্যান্সি  ,ছবি: সংগৃহীত

ডুপ্লেক্স বাড়ি ও ন্যান্সি ,ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ও চিকিৎসা কর্মীদের জন্য নিজের নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিতে চান জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের এমন ইচ্ছার কথা জানান এই কণ্ঠশিল্পী।

ওই ফেসবুক লাইভে ন্যান্সি জানিয়েছেন, কারোনা মহামারী থাকা অবস্থায় যতদিন দরকার ততদিন জনস্বার্থে প্রশাসন ব্যবহার করতে পারবেন বাড়িটি। এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি কীভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য, রোগীদের আইসোলেশনে রাখার জন্য কিংবা করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের থাকার জন্যও ব্যাবহার করতে পারেন।

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী ন্যান্সি আরও বলেন, এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটাও দিয়েছি সেবার জন্য। এই দুঃসময়ে আমাদের মানবিক হতেই হবে, না হলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই বৃথা। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন।

এদিকে এই প্রতিবেদন লেখা অবধি, নেত্রকোনায় করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ২৪ জন।