আসিফের নিজের গাওয়া সবচেয়ে প্রিয় গান কোনটি?

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ আকবর

আসিফ আকবর

‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়েই তুমুল জনপ্রিয়তা। এরপর আর পিছন ফিরতে হয়নি। দুই দশকের সংগীত ক্যারিয়ার আসিফ আকবরের। আজ দেশের এই তুমুল জনপ্রিয় সংগীত শিল্পীর ৪৮ তম জন্মদিন।

দুই দশকের সংগীত ক্যারিয়ারে আসিফ আকবর অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। সেসব গান হয়েছে শোতাপ্রিয়। আজ জন্মদিনে আসিফ আকবরের কাছে বার্তা২৪.কম জানতে চেয়েছে নিজের গাওয়া সবচেয়ে প্রিয় গান কোনটি?

বিজ্ঞাপন

আসিফ আকবরের সহজ উত্তর ‘ভালোবাসা মানে নীল প্রজাপতি’। সাউন্ডটেক থেকে প্রকাশিত ‘তুমিই সুখী হও’ অ্যালবামের ‘নীল প্রজাপতি’ শিরোনামে গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ, সুর ও সংগীত করেছেন ইবরার টিপু।

 

আসিফ আকবর কুমিল্লা জেলায় ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’।