মাতৃভাষা দিবসে ভাবনার ‌‘রাত জাগানিয়া’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশনা হাবিব ভাবনা ও শহীদুজ্জামান সেলিম

আশনা হাবিব ভাবনা ও শহীদুজ্জামান সেলিম

কলেজ পাস করে ছাত্র-ছাত্রীরা সবাই বেরিয়ে গেছে কিন্তু একা রয়ে গেছেন আজমল। তার খুব শখ ছিলো সাহিত্য রচনা করবেন। সাহিত্য রচনা করা তা হয়ে না উঠলেও এসব ভাবতে ভাবতে বিয়ের বয়সটাই পার হয়ে যায় তার। তবুও সে কলেজ ছাড়তে পারে না। শেষ কালে কলেজের সহকর্মীরা ধরে বেধে বিয়ের পিড়িতে বসিয়েছিলো একটু বয়স কালে।

একই কলেজের যুক্তিবিদ্যার অধ্যাপক মাজিদ সাহেবের বোনের সাথে বিয়ে হয় তার। মেয়েটা গ্রাম থেকে আসা। দেখতে অপরূপ সুন্দর হলেও শিক্ষার অবস্থা বেশ শোচনীয়। গর্ব করে সে বলে কি করে নকল দিয়ে ম্যাট্রিক পাস করেছে। প্রথম কিছুদিন স্ত্রীকে সংশোধনের চেষ্টা করে আজমল হাল ছেড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে যে কোন কারণেই হোক আজমলের সংসারে কোন সন্তান হয়নি। তাই আজকাল যেন স্ত্রীর সকল কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘রাত জাগানিয়া’।

পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। এতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।