সহকারী পরিচালক থেকে শিক্ষক ও অভিনেতা মনোজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মনোজ প্রামাণিক, ছবি: শাহরিয়ার তামিম

মনোজ প্রামাণিক, ছবি: শাহরিয়ার তামিম

অভিনেতা মনোজ কুমার প্রামাণিকের পর্দার বাইরের পরিচয় তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক। ছোট ও বড় পর্দার এই পরিচিত মুখ আগে কাজ করেছেন সহকারী পরিচালক হিসাবে। সম্প্রতি বার্তার শাহরিয়ার তামিমের ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

মনোজ ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ঢাকায় আসেন।

 

বিজ্ঞাপন
এরপর অমিতাভ রেজার সহকারী হিসেবে কাজ শুরু করেন। 

 

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০০৬ সালের ‘বালু ঘড়ি’ সিনেমায় অভিনয় করেছিলেন।

 

এরপর ২০১০ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করেন।

 

তবে ২০১৪ সালে ক্লোজআপ কাছে আসার গল্পের একটা বিজ্ঞাপনে অভিনয় করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।