৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে গায়িকা বিলি আইলিশ

গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে গায়িকা বিলি আইলিশ

বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসরের জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এটি উপস্থাপনা করেন ১৫ বার গ্র্যামিজয়ী মার্কিন গায়িকা অ্যালিসিয়া কিস।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে ২৬ জানুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) অনুষ্ঠিত হয় গ্র্যামির এবারের আসর। একনজরে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কারা বিজয়ী হলেন দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন

অ্যালবাম অব দ্য ইয়ার: হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
রেকর্ড অব দ্য ইয়ার: ব্যাড গাই (বিলি আইলিশ)
সং অব দ্য ইয়ার: ব্যাড গাই (বিলি আইলিশ)
সেরা নতুন সংগীতশিল্পী: বিলি আইলিশ

বিলি আইলিশ

সেরা পপ সলো পারফরম্যান্স: ট্রুথ হার্টস (লিজো)
সেরা পপ ভোকাল অ্যালবাম: হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: লুক নাউ (এলভিস কস্তেলো অ্যান্ড দ্য ইমপোস্টারস ব্যান্ড)
সেরা ড্যান্স রেকর্ডিং: গট টু কিপ অন (দ্য কেমিক্যাল ব্রাদারস)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: নো জিওগ্রাফি (দ্য কেমিক্যাল ব্রাদারস ব্যান্ড)
সেরা রক পারফরম্যান্স: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা রক সং: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা মেটাল পারফরম্যান্স: সেভেন এমপেস্ট (টুল ব্যান্ড)
সেরা রক অ্যালবাম: সোশ্যাল কিউস (কেজ দ্য এলিফ্যান্ট ব্যান্ড)
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: ফাদার অব দ্য ব্রাইড (ভ্যাম্পায়ার উইকেন্ড ব্যান্ড)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: কাম হোম (অ্যান্ডারসন.পাক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: কজ আই লাভ ইউ-ডিলাক্স (লিজো)
সেরা র‌্যাপ সং: অ্যা লট (টোয়েন্টি ওয়ান স্যাভেজ ফিচারিং জে. কোল)
সেরা র‌্যাপ অ্যালবাম: ইগোর (টাইলার, দ্য ক্রিয়েটর)
সেরা র‌্যাপ/সাং পারফরম্যান্স: হাইয়ার (ডিজে খালেদ ফিচারিং নিপসি হাসল ও জন লিজেন্ড)
সেরা কান্ট্রি অ্যালবাম: হোয়াইল আই’ম লিভিন (টানিয়া টাকার)
সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: রাইড মি ব্যাক হোম (উইলি নেলসন)
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: স্পিচলেস (ড্যান প্লাস শাই)
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: হেডস্টাউন
বর্ষসেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল): ফিনিয়াস
সেরা মিউজিক ভিডিও: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
সেরা মিউজিক ফিল্ম: হোমকামিং (বিয়ন্সে)
সেরা কমেডি অ্যালবাম: স্টিকস অ্যান্ড স্টোনস (ডেভ শাপেল)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: জেরোম (লিজো)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: ভেঞ্চুরা (অ্যান্ডারসন.পাক)
সেরা র‌্যাপ পারফরম্যান্স: র‌্যাকস ইন দ্য মিডল (নিপসি হাসল ফিচারিং রডি রিচ অ্যান্ড হিট-বয়)
সেরা কান্ট্রি সং: ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ (টানিয়া টাকার)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: সে সো (পিজে মর্টন ফিচারিং জোজো)
সেরা কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: মেটাভোল্যুশন (রড্রিগো ওয়াই গ্যাব্রিয়েলা)
সেরা ল্যাটিন পপ অ্যালবাম: এলডিস্কো (আলেহান্দ্রো সাঞ্জ)
সেরা ল্যাটিন রক/আরবান/অল্টারনেটিভ অ্যালবাম: এল মাল কেরের (রোজালিয়া)
সেরা ট্রপিক্যাল ল্যাটিন অ্যালবাম: ওপাস (মার্ক অ্যান্থনি), অ্যা জার্নি থ্রো কিউবান মিউজিক (আইমে নুভিওলা)
সেরা গসপেল অ্যালবাম: লং লিভ লাভ (কার্ক ফ্রাঙ্কলিন)
সেরা গসপেল পারফরম্যান্স/সং: লাভ থিওরি (কার্ক ফ্রাঙ্কলিন)
সেরা রুটস গসপেল অ্যালবাম: টেস্টিমোনি (গ্লোরিয়া গেইনার)
সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান অ্যালবাম: বার্ন দ্য শিপস (ফর কিং অ্যান্ড কান্ট্রি)
সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক পারফরম্যান্স/সং: গড অনলি নৌজ (ফর কিং অ্যান্ড কান্ট্রি ও ডলি পার্টন)
সেরা সংকলিত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): অ্যা স্টার ইজ বর্ন (লেডি গাগা ও ব্র্যাডলি কুপার)
সেরা আবহসংগীত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): চেরনোবিল (হিলদোর গুদনাদত্তির)
সেরা নিউ এজ অ্যালবাম: উইংস (পিটার কেটার)
সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: টুয়েলভ লিটল স্পেলস (এস্পারাঞ্জা স্পালডিং)
সেরা ইমপ্রোভাইজড জ্যাজ সলো: সোজিনহো (র্যা ন্ডি ব্রেকার)
সেরা জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: ফাইন্ডিং গ্যাব্রিয়েল (ব্র্যাড মেলডাউ)
সেরা লার্জ জ্যাজ এনসাম্বল অ্যালবাম: দ্য ওমনি-আমেরিকান বুক ক্লাব (ব্রায়ান লিঞ্চ বিগ ব্যান্ড)
সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম: অ্যান্টিডোট (চিক কোরেয়া ও দ্য স্প্যানিশ হার্ট ব্যান্ড)
সেরা রিজিওনাল মেক্সিকান মিউজিক অ্যালবাম:
সেরা ট্রাডিশনাল ব্লুজ অ্যালবাম: টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম (ডেলবার্ট ম্যাকক্লিনটন অ্যান্ড সেলফ-মেড ম্যান)
সেরা কন্টেমপোরারি ব্লুজ অ্যালবাম: দিস ল্যান্ড (গ্যারি ক্লার্ক জুনিয়র)
সেরা র‌্যাগে অ্যালবাম: র‌্যাপচার (কফি)
সেরা ব্লুগ্রাস অ্যালবাম: টল ফিডলার (মাইকেল ক্লিভল্যান্ড)
সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবাম (কবিতা, অডিও বুক ও গল্পকথন): বিকামিং (মিশেল ওবামা)
সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম: সিলিয়া (অ্যাঞ্জেলিক কিডজো)
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল):হোয়েন উই অল ফল অ্যাস্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
সেরা গান (ভিজ্যুয়াল মিডিয়া): আই’ল নেভার লাভ অ্যাগেইন (অ্যা স্টার ইজ বর্ন)
সেরা যন্ত্রসংগীত: স্টার ওয়ারস-গ্যালাক্সি’স এজ সিম্ফোনিক স্যুট (জন উইলিয়ামস)
সেরা শিশুতোষ অ্যালবাম: এইজলেস সংস ফর দ্য চাইল্ড আর্কিটাইপ (জন স্যামসন)