শাফিন এখন জাতীয় পার্টিতে

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে হাত মেলালেন বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় মুখ শাফিন আহমেদ। জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার [১৯ জুলাই] সকালে এরশাদের বারিধারার বাসায় দেখা করেন শাফিন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দলে নাম লেখান তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন দলটির আরেক সদস্য এবং অভিনেতা সোহেল রানা।

বিজ্ঞাপন

/uploads/files/f2s2wojPFeG6O9T3zqKiyzP0acrZrDqYf0muTqsZ.jpeg

শাফিন আহমেদ বলছেন-

যেহেতু দেশের জন্য, গণমানুষের জন্য কাজ করতে চাই। সেজন্য আমার একটা রাজনৈতিক প্লাটফর্ম দরকার ছিলো। রাজনীতিতে আমার সে কারণেই আসা। আজ আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। আজ থেকেই এক দলের জন্য কাজ করতে প্রস্তুত।

তবে জাতীয় পার্টিতে শাফিন আহমেদ এখনও কোনো পদ পাননি। দল তাকে যে পদের যোগ্য মনে করবে সেটা নিয়েই কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। 

/uploads/files/eZZoeWxC4eCANyxq4VgFVZnD2FJEp74J05GZ3S0F.jpeg

এর আগে শাফিন আহমেদ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন ববি হাজ্জাজের নেতৃত্বাধীন (এনডিএম)-এ। কিন্তু দলটি নিবন্ধন না পাওয়ায় সেখান থেকে সরে এসেছেন শাফিন।


আরও পড়ুন

ভাই-ব্রাদার নিয়ে ফারুকীর ফেরা

‘সঞ্জীব’ নিয়ে ফিরছে দলছুট