ভাই-ব্রাদার নিয়ে ফারুকীর ফেরা

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের টিভি ফিকশনে একসময় বিপ্লব এনেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে যারা সহকারি পরিচালক হিসেবে কাজ করতেন তারা পরিচিত ছিলেন ভাই-ব্রাদার হিসেবে। এখন ভাই-ব্রাদারদের প্রায় সবাই সফল, নাটক-সিনেমা-বিজ্ঞাপন বানাচ্ছেন নিয়মিত।

ফারুকী ছোটপর্দা ছেড়েছেন অনেক আগেই। চলচ্চিত্র নিয়ে পৌঁছে যাচ্ছেন আন্তর্জাতিক উৎসবে। বিভিন্ন দেশের তারকা এবং সহ-প্রযোজনা সঙ্গী করে দিন দিন আরও উজ্জলভাবে ছড়িয়ে পড়ছেন ফারুকী। বিজ্ঞাপন নির্মাণও চলছে পাশাপাশি।

বিজ্ঞাপন

আট বছর পর তিনি ফিরে এলেন ছোটপর্দায়। একটি টেলিছবি এবং একটি নাটক বানাবেন ফারুকী। প্রচার হবে ইদ অনুষ্ঠানে, চ্যানেল আইয়ে। সঙ্গে থাকছেন ভাই-ব্রাদারদের আরও নয় জন।

ওই নয়ের কাঁধে আছে ছয়টি নাটক নির্মাণের দায়িত্ব। 

কিছুদিন আগে রাতের ঢাকায় ডাবল-ডেকার বাসে চড়ে প্রমো শুট করেছেন ফারুকী, ভাই-ব্রাদারদের নিয়ে।

বলছেন ফারুকী-

আমাদের এবারের নাটকের বিষয়বস্তু জীবনবোধ ও সমসাময়িক বিভিন্ন অনুষঙ্গ। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই প্রতিটি গল্প।

যে যা বানাচ্ছেন

/uploads/files/IEXwVjlwcIdTzCLCOhtqBex3UrsXPHYYFrECAOsl.jpeg

মোস্তফা সরয়ার ফারুকী
আয়েশা

রেদওয়ান রনি
পাতা ঝরার দিন

আশফাক নিপুন
সোনালি ডানার চিল

মাহমুদুল ইসলাম
দ্য আর্টিস্ট

আব্দুল্লাহ আল মুক্তাদির ও
ফাহাদ খান
পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো

নাজমুল নবীন ও
মাহমুদুল হাসান আদনান
আজকে না হয় ভালোবাসো

মোমিন বিশ্বাস ও
লোটাস মজুমদার
লিটনের গরিবি ফ্ল্যাট