না ফেরার দেশে সংগীতশিল্পী পৃথ্বী রাজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পৃথ্বী রাজ

পৃথ্বী রাজ

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ (রোববার) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন গায়ক ও সুরকার পৃথ্বী রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই ঋতু রাজ।

এদিকে পৃথ্বী রাজের একটি ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পৃথ্বী রাজ শনিবার রাত ১০টায় ধানমন্ডিতে নিজের স্টুডিওতে প্রবেশ করেন। এরপর থেকে তার মোবাইলে পরিবারের সদস্যরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এক পর্যায়ে স্টুডিওর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে নিথর অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন
সংগীতশিল্পী পৃথ্বী রাজ

পৃথ্বী রাজের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর আজিমপুর কবরস্থান সংলগ্ন মসজিদে যোহরের নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে আলোচনায় আসা পৃথ্বী রাজ ২০১১ সালে নিজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশ করেছিলেন। পরিচালনা করতেন ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামের একটি গানের স্কুলও। সংগীতের পাশাপাশি তিনি এবিসি রেডিওতে কর্মরত ছিলেন।