‘ইসকে নবী’ দিয়ে শুরু শেষ দিনের ফোক ফেস্ট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের জনপ্রিয় কাওয়ালি শিল্পী মালেক কাওয়ালের ‘ইসকে নবী’ গানের মাধ্যমে শুরু হয়েছে লোকসংগীতের মহোৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের শেষ দিন। ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী এবারের আয়োজনের পর্দা নামবে আজ রাত ১২টায়।

মালেক কাওয়াল চার দশকের বেশি সময় ধরে কাওয়ালি গান গেয়ে আসছেন। তার গানে হাতেখড়ি গুরু মহীন কাওয়ালের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ মরহুম টুনু কাওয়ালের কাছে তালিম নিয়েছেন। কাওয়ালি গানের পাশাপাশি তিনি মাইজভান্ডারি গানেও পারদর্শী।

বিজ্ঞাপন

এদিকে আজ ফোক ফেস্টের শেষ দিন হওয়ায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত দু’দিনের থেকে বেশি শ্রোতার উপস্থিত লক্ষ্য করা গেছে।

উৎসবের শেষদিনে মালেক কাওয়াল ছাড়াও মঞ্চ মাতাবেন বাংলাদেশের চন্দনা মজুমদার এবং পাকিস্তানের জুনুন ও রাশিয়ার সাত্তুমা।

গতকাল দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়ে গেছেন বাংলাদেশর কামরুজ্জামান রাব্বি, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, মালির হাবিব কইটে ও পাকিস্তানের হিনা নাসরুল্লাহর।

এর আগে প্রথম দিন মঞ্চ মাতিয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

এবারও বিনামূল্যে এই আয়োজনে যোগ দিতে পারবেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করা যাবে আয়োজনে। এছাড়া সান ফাউন্ডেশনের উদ্যোগে লোকসংগীত উৎসব সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর।