নিবন্ধন চলছে ফোক ফেস্টের

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, ছবি: সংগৃহীত

আগামী ১৪-১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতি বছরের মতো এবারও বসতে যাচ্ছে লোকসংগীতের মহোৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ সংগীত পরিবেশন।

বিগত বছরের মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শক বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। যার নিবন্ধন শুরু হয়েছে আজ (০৬ নভেম্বর)। চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

নিবন্ধনের জন্য www.dhakainternationalfolkfest.com ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের স্ক্যান কপি। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্ট করা এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।

২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত এ অনুষ্ঠানের এবার পঞ্চম আসর। এবারকার আয়োজনে বাংলাদেশের লোকসংগীতশিল্পীদের পাশাপাশি আরো ছয় দেশ থেকে ২০০ শিল্পী অংশ নিচ্ছেন।