এক দিনমজুরের জীবনের গল্প বলবেন মোশাররফ করিম

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাটকের একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

নাটকের একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

খেটে খাওয়া এক দিনমজুরের জীবনের আশা আকাঙ্ক্ষার গল্প নাটকের মাধ্যমে বলবেন মোশাররফ করিম। নাটকের নাম ‘আহ জীবন’। সম্প্রতি গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন নাটকটির নির্মাতা আজাদ কালাম।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা আজাদ কালাম বলেন, ‘গ্রামের এক দিনমজুর কাজের জন্য শহরে আসে। সেই দিনমজুরের গল্পটা বলা হবে নাটকে। যেখানে থাকবে দিনমজুরের সন্তানের আশা আকাঙ্ক্ষার গল্প, শহরের রাজনীতির গল্প, বাবা-মা ছাড়া এক এতিম সন্তানের গল্প। আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভালো নির্মাণ উপহার দেয়ার। এবারও সেই চেষ্টা করেছি। আশা করি দর্শকরা মোশাররফ ভাইকে ভিন্ন রূপে আবারও দেখতে পারবে।’

বিজ্ঞাপন
 ‘আহ জীবন’ নাটকের একটি দৃশ্য/ ছবি: সংগৃহীত

এই নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকে আমার চরিত্র একটি ভিন্ন ধরনের। আমি একেবারেই সরল-সহজ দিনমজুর। আমার মধ্যে কোনো প্যাঁচগোজ নেই। আশা করি ভিন্নভাবে আমাকে খুঁজে পাবে দর্শক।’

‘আহ জীবন’ নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন সামিয়া হক, ইকবাল আহমেদ, মিরা মুবাদসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন জহিরুল হক।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই আরটিভিতে প্রচারিত হবে।